সুস্থ শিশু
একটি সুস্থ শিশু যেমন পরিবারকে দিতে পারে অনাবিল আনন্দ তেমনি অসুস্থ শিশু নানা সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। তাই বাচ্চা নিতে চাইলে অবশ্যই আপনাকে আগে সঠিক পরিকল্পনা গ্রহন করতে হতে হবে যা নিশ্চিত করবে একটি সুস্থ গর্ভধারন ও সুস্থ শিশু।
সচেতনতা
আমাদের দেশে গর্ভধারণের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সচেতনতা খুবই কম। এজন্য বেশিরভাগ নারীই বিভিন্ন শারীরিক/মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। গর্ভধারণের সময়কাল ও এবং একজন সুস্থ-সবল শিশুকে জন্ম দেয়া পর্যন্ত মাকে অনেক কিছু মেনে চলতে হয়। এছাড়াও মানসিক ভাবে সন্তানের জন্য প্রস্তুত থাকতে হবে। অনাগত সন্তানের জন্য সঞ্চয় শুরু করুন, তাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করুন। এগুলো আপনাকে মানসিক ভাবে সতেজ রাখবে। তাই সন্তান গ্রহনের চেষ্টার সময় সম্ভব হলে একটা হানিমুনও করে আসতে পারেন দুজনে। এটাও আপনার দাম্পত্য সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
প্রস্তুতি গ্রহন
আপনার শরীরকে আপনার সন্তানের জন্য প্রস্তুত করে তুলতে হবে, সন্তান জন্ম দেয়ার জটিল এ প্রক্রিয়াটিকে অনেক সহজ করে দিতে এবং আপনার অনাগত সন্তান যেন সুস্থ সবল ভাবে পৃথিবীর আলো দেখতে পারে সেটি নিশ্চিত করতে আপনাকে অনেকভাবে প্রস্তুতি গ্রহন করতে হবে । সম্ভব হলে গর্ভধারণের পূর্বে একজন প্রসূতি বিদ্যায় পারদর্শী ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।