গর্ভধারণের সময় সাধারণত গণনা শুরু হয় মাসিক এর প্রথম দিন থেকেই। এই সময় সপ্তাহ দুই/তিন এর মধ্যেই সাধারণত গর্ভসঞ্চার হয়ে থাকে। যেহেতু গর্ভসঞ্চার এর নির্দিষ্ট সময় নির্ণয় করা সম্ভব নয় সেহেতু শেষ মাসিক এর প্রথম দিন হতে পরবর্তী ৪০ সপ্তাহকে গর্ভধারণ এর সময়কাল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই হিসেবেই প্রসবের দিন গণনা করা হয়।